¡Sorpréndeme!

ধর্ষকদের জন্য ব্যাগে কনডম রাখার আহ্বান টয়ার | JagoNews24.com

2021-06-15 2 Dailymotion

নারীদের প্রতি সবসময় ব্যাগে কনডম রাখার আহ্বান জানিয়েছেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে টয়া বলেন, সে সহ মিডিয়াঙ্গনে কাজ করা নারীদেরও রাস্তা ঘাটে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন পরিস্থিতির শিকার হতে হয়। রাস্তায় বখাটেদের কথাগুলো না শোনার ভান করে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কমেন্ট মুছে দিয়ে কিংবা ব্লক করে এই পরিস্থিতি এড়াতে হয়।

#toya #Mumtaheena_Chowdhury_TOYA

https://www.jagonews24.com/entertainment/news/24129